চবিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপবৃত্তি প্রাপ্তদের আবেদন শুরু

চবি
চবি  © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ অর্থবছরের সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান/সশস্ত্রবাহিনী/দৃষ্টিপ্রতিবন্ধী/প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিস্টিক ব্যতীত)/অটিস্টিক/উপজাতীয় (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) উপবৃত্তি প্রাপ্ত স্নাতক/স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে যাদের নাম মাউশি প্রদত্ত উপবৃত্তির তালিকায় (সংযুক্ত) আছে সে সকল শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে।

শিক্ষার্থীদের বৃত্তির আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশনাবলী অনুসরণীয়:

১। বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসীলভুক্ত যে কোন ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে ব্যাংক হিসাব থাকতে হবে।

২। শিক্ষার্থীর নাম ও অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে।

৩। অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩-১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।

৪। শিক্ষার্থীর পরীক্ষার আইডি/রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সন ও প্রাপ্ত CGPA সঠিকভাবে পূরণ করতে হবে।

৫। বৃত্তির ক্যাটাগরি (মেধা/সাধারণ) সঠিকভাবে পূরণ করতে হবে।

৬। ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে।

৭। ব্যাংক হিসাবটি বর্তমানে সচল ‍(Active) থাকতে হবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা, আবেদনের ফরম, আবেদনের নির্দেশনা ও মনোনীত শিক্ষার্থীদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ