‘দিনের পড়া দিনে শেষ করে’ গুচ্ছ সি ইউনিটে প্রথম হলেন ইশিকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৩:২৬ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০৫:৫২ PM
গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন কুমিল্লার ইশিকা জান্নাত। পরীক্ষায় তিনি ৮৬.৭৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। ইশিকা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভর্তি পরীক্ষার রোল ৫২৮৯৩৪। তবে শুধু গুচ্ছেই নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।
তার সফলতার পেছনের মূলমন্ত্র জানতে তার সাথে কথা হয় দ্যা ডেইলি ক্যাম্পাসের। তিনি জানান, প্রথম হতে পেরে খুব ভালো লাগছে। প্রথম হব সেটা ভাবিনি। ভালো রেজাল্টের জন্য শুধু সময়মতো পড়াশোনা করেছি। আমি শুধু ‘লুমিনাস কোচিং’-এ পড়েছি। ওখান থেকে ভাইয়ারা যে পড়া দিত সেগুলো সময় মতো শেষ করতাম। তবে আমি সব সময় দিনের পড়া দিনে শেষ করেছি, ফেলে রাখিনি। কোচিং এর শিটগুলো ভালোভাবে ফলো করতাম।
আরও পড়ুন: গুচ্ছের ‘সি’ ইউনিটের ফলের খুঁটিনাটি
কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে চান এই প্রশ্নের উত্তরে ইশিকা বলেন, কোথায় পড়ব এখনো সিদ্ধান্ত নেইনি। আগে স্যারদের সাথে কথা বলি তারপর চিন্তা করে দেখব। আপাতত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাক্ষাৎকারে অংশ্রগ্রহণ করছি। বাসায় ফিরে সিদ্ধান্ত নেব।
উল্লেখ্য, মঙ্গলবার (২৩ আগস্ট) গুচ্ছ ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।