গুচ্ছের ‘সি’ ইউনিটে প্রথম হয়েছেন কুমিল্লার ইশিকা জান্নাত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০১:৩২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০২:০২ PM
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে আজ। এবারের ‘সি’ ইউনিটে প্রথম হয়েছেন ইশিকা জান্নাত নামে এক শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তিনি ৮৬.৭৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন। ইশিকা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং তার ভর্তি পরীক্ষার রোল ৫২৮৯৩৪।
মঙ্গলবার (২৩ আগস্ট) গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে (https://gstadmission.ac.bd/) লগ-ইন করে ভর্তিচ্ছুরা নিজেদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ফল দেখতে পারবেন।
আরও পড়ুন : যেভাবে দেখবেন গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল
এর আগে, গত ২০ আগস্ট ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে। এই ইউনিটে ৪২ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন। প্রায় তিন হাজার ৭০টি আসন রয়েছে এই ইউনিটে। সেই হিসেবে প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন প্রায় ১৩ জন ভর্তিচ্ছু।