ঢাবির ‘খ’ ইউনিট
সেরা পাঁচের দাবিদার একাধিক কোচিং সেন্টার!
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২২, ০৬:৩১ PM , আপডেট: ২৭ জুন ২০২২, ০৭:৫৬ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর ঢাবির ‘খ’ ইউনিটে ৯.৮৭% অর্থাৎ ৫৮ হাজার ৫৭৩ জন ভর্তিচ্ছু কৃতকার্য হয়েছেন।
ঢাবির ‘খ’ ইউনিটে এবার প্রথম হয়েছেন নাহনুল কবির নুয়েল, দ্বিতীয় তাবিয়া তাসনিম ও ৩য় সাবরিন আক্তার কেয়া। এছাড়া ৪র্থ ও ৫ম হয়েছেন আসিফুজ্জামান অনিক এবং আনিসুর রহমান বিজয়।
এদিকে ফল প্রকাশের পর থেকেই দেশের একাধিক কোচিং সেন্টার ঢাবির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিক পোস্টে নিজস্ব কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে দাবি জানিয়ে একাধিক পোস্ট দিচ্ছেন তারা। এজন্য বিভিন্ন ধরনের প্রমাণাদিও দিচ্ছেন।
তবে এসব শিক্ষার্থীরা আসলে কোন কোচিং সেন্টারের, এ নিয়ে নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে। এর মধ্যে একাধিক কোচিং সেন্টার একই শিক্ষার্থীকে নিজেদের বলে ফেসবুক লাইভও করেছেন। সেই লাইভে শিক্ষার্থীরা ওই কোচিং সেন্টারে ক্লাস করেছেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের এসব পোস্টে দেখা যাচ্ছে, ইউসিসি (University Coaching Center) ঢাবির ‘খ’ ইউনিটে সম্মিলিত মেধাতালিকার সেরা ৫ জনের ৪ জনকে নিজেদের কোচিং-এর শিক্ষার্থী হিসেবে দাবি করছেন। ইউসিসি জানিয়েছে, মেধাতালিকার ২য় অবস্থানে থাকা তাবিয়া তাসনিম ব্যতীত সকলেই তাদের কোচিং-এর শিক্ষার্থী।
তবে এই ব্যাপারে ইউসিসির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে ‘ফোকাস’ নামে আরেকটি কোচিং সেন্টার সম্মিলিত মেধাতালিকায় স্থানপ্রাপ্ত সেরা পাঁচ শিক্ষার্থীকে নিজেদের কোচিং সেন্টারের দাবি করে ফেসবুকে একাধিক পোস্ট দিচ্ছেন।
ফোকাস কোচিং সেন্টারের দায়িত্বশীল কর্মকর্তা মো. খালিদ জানান, ঢাবির ‘খ’ ইউনিটে মেধাতালিকায় স্থানপ্রাপ্ত এসব শিক্ষার্থীরা যে ফোকাস কোচিং সেন্টারের, তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে রয়েছে। প্রমাণ চাইলে দেওয়া যাবে।
এছাড়া ‘Uniaid’ নামে আরও একটি কোচিং সেন্টার ঢাবির ‘খ’ ইউনিটে ৫ম স্থান অর্জনকারী ভর্তিচ্ছু আনিসুর রহমান বিজয়কে তাদের কোচিং সেন্টারের শিক্ষার্থী বলে দাবি জানিয়েছে। ‘প্যারাগন (Paragon University Admission Coaching)’ দাবি করেছেন ‘খ’ ইউনিটে ৪র্থ স্থান প্রাপ্ত আসিফুজ্জামান অনিক তাদের কোচিং-এ ক্লাস করেছেন।
এদিকে একাধিক নেটিজেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কোচিং সেন্টারের এমন দাবি নিয়ে নেতিবাচক মন্তব্য জানিয়েছেন।
কাশবনের কন্যা নামে একজন জানিয়েছেন, নাহনুল কবির আর সাবরিনা আক্তারের ফরম পূরণের লেখা একই রকম।
নাহিদুল হাসান রাজ জানিয়েছেন, ইউসিসি বলে আমার ছাত্র, ফোকাস কয় আমার ছাত্র