এইচএসসি রেজাল্ট ৩০ বা ৩১ জানুয়ারি

  © ফাইল ফটো

চলতি মাসের ৩০ অথবা ৩১ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। এই দুই দিনের যেকোনো একদিন ফল প্রকাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি চাওয়া হয়েছে।  শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারি (শনিবার) অথবা ৩১ জানুয়ারি (রবিবার) প্রধানমন্ত্রী সময় দিতে পারবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় থেকে ওই দুই দিনের যেকোনো একদিন ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সময় চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী সম্মতি দিলে এই দুই দিনের যেকোনো একদিন ফল প্রকাশ করা হবে।

এদিকে বুধবার (২৭ জানুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি পেলে চলতি মাসেই এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এক সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানান।

তিনি বলেন, ইতোমধ্যে আমরা এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশের সব প্রস্ততি শেষ করেছি। এখন কেবলমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি পেলেই চলতি মাসে ফল প্রকাশ করা হবে। ইতোমধ্যে আমরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে আবেদন করেছি।


সর্বশেষ সংবাদ