বাউবির স্নাতক পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭০.৪৭ শতাংশ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মানবিক ও সামাজিক বিজ্ঞান শাখার ২০২১ সালের স্নাতক পরীক্ষার প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক ফলাফলসহ চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জানিয়েছে, এ পরীক্ষায় পাসের হার শতকরা ৭০ দশমিক ৪৭ শতাংশ। 

এ পরীক্ষায় ছয়টি সেমিস্টারে মোট নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৭৬ জন এবং পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৬৭৬ জন। চূড়ান্ত পরীক্ষায় ৪৬ হাজার ৫০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৩২ হাজার ৭৭৫ জন পাস করেছে।

শিক্ষার্থীদের ফলাফল বাউবির result.bou.ac.bd ওয়েবসাইটে এবং সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।


সর্বশেষ সংবাদ