সাত কলেজের নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু ২৩ ফেব্রুয়ারি
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০২:৫০ PM
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের পাঠদান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার (শিক্ষা-২) মুনসী শামস উদ্দীন আহম্মদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের
১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদান আগামী ২৩ ফেব্রুয়ারি শুরু হবে। পাঠদান শুরু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাত কলেজের সংশ্লিষ্টদের অনুরোধও জানানো হয়।
এরা আগে গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে সাত কলেজে ভর্তির চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্য দিয়ে স্নাতক ১ম বর্ষ ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তির মেধাতালিকা প্রকাশ শেষ হয়।
আরও পড়ুন: বুয়েটের ভর্তি পরীক্ষা জুন-জুলাইয়ে আয়োজনের পরিকল্পনা
শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট- https://cutt.ly/wEjvGJE এ লগইন করে বিষয় ও কলেজ মনোনয়নের ফলাফল দেখতে পারবেন। ভর্তি নির্দেশনায় বলা হয়েছে-
• চূড়ান্ত তালিকায় মনোনীত শিক্ষার্থীরা ১৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে ভর্তির অবশিষ্ট টাকা ২য় কিস্তির মাধ্যমে পরিশোধ করবে। দ্বিতীয় কিস্তির টাকা জমা নেয়ার ক্ষেত্রে প্রথম কিস্তির জমাকৃত টাকা স্বয়ংক্রিয়ভাবে তাতে সমন্বয় করা হবে।
আরও পড়ুন: এমআইএসটি’র ভর্তি পরীক্ষা ১৮ মার্চ
• দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধের পর রসিদে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে সশরীরে হাজির হয়ে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।