জবিতে শিক্ষকের বিচার চেয়ে শিক্ষার্থীর আমরণ অনশন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মার্চ ২০১৯, ০৫:৪৫ PM , আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০৫:৪৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক শামস শাহরিয়ার কবি’র বিচার চেয়ে একই বিভাগের ৯ম ব্যাচের ৮ম সেমিস্টারের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শহিদ মিনারের সামনে আমরণ অনশনে বসেন।
সোমবার বেলা ১১ টায় নাট্যকলা বিভাগের সুব্রত ঘোষ ঐ শিক্ষকের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলে অনশন শুরু করে। পরে দুপুর দেড়টায় সুব্রতর সকল দাবিগুলো মেনে নেবার আশ্বাস দিয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর বিভাষ কুমার ও নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মো. কামালউদ্দিন খান অনশন ভাঙিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে নিয়ে যান।
অনশনকারী শিক্ষার্থীর অভিযোগ, ভর্তি হওয়ার পর থেকে বিভাগের শিক্ষক শামস শাহরিয়ার কবি তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছে। অভিযোগের মধ্যে রয়েছে ক্লাসে তাকে এড়িয়ে চলা, ব্যবহারিক ক্লাসে তাকে কোন নির্দেশনা না দেয়া, বৈষম্যমূলক আচরণ চালিয়ে যাওয়া, পরীক্ষায় প্রাপ্ত নম্বর কম দেয়া, মানসিকভাবে হেনস্তা করা।
সুব্রত ঘোষ বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরই প্রথম সেমিস্টারেই আমার শিক্ষা জীবন ধ্বংস করে দেবে বলে হুমকি দিয়েছিল ওই শিক্ষক। অনশনরত অবস্থায় শিক্ষা জীবন ধ্বংস করে দেয়ার কথাটি একটি প্ল্যাকার্ডে লিখে প্রচার করেন সুব্রত। বলেন, আমি বিষয়টি বিভাগের চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ দিলে আশ্বাস দিয়েই বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। অথচ আমার অপরাধগুলোর মধ্যে শিক্ষক বলেছেন, আমি কেন তার অনুমতি ছাড়া ল্যাব ব্যবহার করেছি। কিন্তু আমি চেয়ারম্যানের অনুমতির কথা জানালে বলেন, তোমার যত সুপারভাইজ দরকার এখন থেকে তাহলে চেয়ারম্যানের কাছেই নেও।
এ বিষয়ে শামস শাহরিয়ার কবি বলেন, আমি তার সাথে কখনো অছাত্রসুলভ আচরণ করিনি। বলেছি, বিভাগের মোট ২০জন ছাত্রের মধ্যে ১ জন যে সুবিধা পাবে বাকী ১৯ জনেরও সমান সুবিধা পেতে হবে। আমাদের একটি ল্যাব সে ব্যবহার করেছে। তাহলে বাকী ১৯ জন কি অপরাধ করেছে? আমি তাকে বলেছিলাম, তুমি যেহেতু নিয়ম অমান্য করেছো তাই তোমাকে আমি কোন নির্দেশনা দিতে পারবো না। তোমার পরীক্ষা আমি নিবো। কিন্তু আমরণ অনশন করার মত কোনও ঘটনা দেখছি না। বিষয়টি বিভাগীয় চেয়ারম্যান জানতেন বলেও দাবি করেন ওই শিক্ষক।
এদিকে চেয়ারম্যান মো. কামালউদ্দিন খান ঘটনা অস্বীকার করে বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। আমার কাছে কোনও অভিযোগ আসেনি।