জবিতে ‘রিসার্চ ক্যারিয়ার ইন বাংলাদেশ এন্ড গ্লোবাল পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনার

ইয়ুথ সেন্টার ফর রিসার্চ এন্ড এ্যাকশন জবির সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ।
ইয়ুথ সেন্টার ফর রিসার্চ এন্ড এ্যাকশন জবির সেমিনারে উপস্থিত নেতৃবৃন্দ।  © মাসুম বিল্লাহ শরীফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ সেন্টার ফর রিসার্চ এন্ড এ্যাকশন’ এর উদ্যোগে ‘রিসার্চ ক্যারিয়ার ইন বাংলাদেশ এন্ড গ্লোবাল পার্সপেক্টিভ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিকাল ৩ ঘটিকায় সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীভিত্তিক পাঠদানের পাশাপাশি বিভিন্ন সভা সেমিনারের প্রতি গুরুত্ব দেয়া হয়।

এতে ‘ইয়ুথ সেন্টার ফর রিসার্চ এন্ড এ্যাকশন’ এর সভাপতি মো. সালমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমারি হেলথ কেয়ার এন্ড ডাইসেস কন্টোলের সাবেক পরিচালক ড. এ. এম. জাকির হোসেন এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নেপাল সি দে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় অনুষ্ঠানে আকবর হোসেন, এ কে এম মাহবুবুল হক, মো. শাহিদুল ইসলাম, ড. আব্দুস সামাদ এবং আব্দুল কুদ্দুস প্রমুখ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৪০০ জন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ