গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইবি শিক্ষকদের মানববন্ধন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ০১:৪৩ PM

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক ক্রমাগত নৃশংস আগ্রাসন ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পক্ষে এবার সরব হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।
আজ বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘গ্রিন ফোরা ‘ ও বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জিয়া পরিষদ’ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, উম্মুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. রাশিদুজ্জামান, জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি, অধ্যাপক ড. গোলাম মাওলাসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, ‘ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আক্রমণে হাজার হাজার ফিলিস্তিনি প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছেন। গাজায় যে নৃশংসতা চলছে, তা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা আমাদের গভীরভাবে হতাশ করেছে। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। একদিন না একদিন পৃথিবীর বুকে স্বাধীন দেশ হিসেবে ফিলিস্তিন প্রতিষ্ঠিত হবেই। এ জন্য বিশ্বের সব মুসলমান রাষ্ট্রের প্রতি আহবান থাকবে যেন সবাই ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।’
সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, ‘অত্যাচার, নিপিড়ন ও গণহত্যার বিরুদ্ধে আমাদের আজকের এই কর্মসূচি। আমরা আজকে এখানে যেভাবে কাধে কাঁধ মিলয়ে দাঁড়িয়েছি সেভাবে মনের দিক থেকে সমগ্র বিশ্বের মুসলিম জনতা এক কাতারে আছি। আমরা যে যেখানেই থাকি না কেন ইসলামি ঐক্যের প্রশ্নে সারা পৃথিবীতে আমরা এক। আমরা আমাদের মুসলিম ভাইদের সব ধরনের সহযোগিতা করতে চাই। আমরা তাদের জন্য সবসময় দোয়া করি। ফিলিস্তিনে আমাদের ভাইবোনদের উপর যে হত্যা, জুলুম, নির্যাতন চলছে তার বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হোক তা আমরা কামনা করি।’