পদত্যাগ করলেন কুবির উপ-উপাচার্য 

  © সংগৃহীত

পদত্যাগ করলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির। বুধবার (২৮আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব (মহামান্য চ্যান্সেলরের সচিব হিসেবে) বরাবর  এ পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক চিঠিতে বলেন, যতদিন দায়িত্ব পালন করেছি অত্যন্ত নিষ্ঠার সাথে করেছি। আমার জানামতে কারো প্রতি কোনো অন্যায় করিনি, অন্যায়ের সহযোগী হইনি। সকল অন্যায়ের প্রতিবাদ করেছি এবং অনেক প্রসঙ্গে লিখিত দ্বিমত জানিয়েছি।

উল্লেখ্য, এর আগে প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের পদত্যাগ নিয়ে রেজিস্ট্রার বরাবর পাল্টাপাল্টি চিঠি দিয়েছেন শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট প্রথমে সাধারণ শিক্ষার্থীদের একাংশ প্রো-ভিসির পদত্যাগ চেয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন এরপর বুধবার (১৪ আগস্ট) শিক্ষার্থীদের আরেক অংশ প্রো-ভিসিকে অন্যায়ভাবে পদত্যাগ করতে বলায় প্রতিবাদ জানিয়ে রেজিস্ট্রার বরাবর চিঠি দেন।


সর্বশেষ সংবাদ