ইবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা হতে মাইক্রোকোর্স
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ২৯ মে ২০২৪, ০৯:৫২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইমপ্যাক্ট এন্ট্রাপ্রেনিউরশিপ এনেবলিং সাসটেইনেবল ফিউচার শীর্ষক মাইক্রোকোর্স অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা শিক্ষার্থীদের চাকরি খোঁজা নয়, চাকরি দেয়ার জায়গাটায় নিজেদের তৈরি করার আহ্বান জানান।
বুধবার (২৯ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরমাণুবিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০২ নম্বর কক্ষে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ডিভিশন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ একাডেমির (আইডিয়া) সহযোগিতায় ওয়ান বাংলাদেশ এর আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ও ওয়ান বাংলাদেশ কুষ্টিয়া জেলার সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান। মুখ্য আলোচক ছিলেন ঝিনাইদহের রাইয়ান পার্ল হারবারের পরিচালক ড. নজরুল ইসলাম। এছাড়াও ছিলেন আইডিয়া প্রজেক্টের সিনিয়র কনসালট্যান্ট ও হেড অব অপারেশন সিদ্ধার্থ গোস্বামী এবং কেরু অ্যান্ড কোম্পানির প্রোডাকশন ম্যানেজার আব্দুল হালিম। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ান বাংলাদেশ, কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।
অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল হ্যাপী বলেন, আমাদের দেশে সবাই চাকরির পেছনে ছুটছে। কিন্তু একজন উদ্যোক্তা হয়ে অন্যদের চকারি দেয়। বিশ্বের যেসব বিখ্যাব ব্যক্তির নাম জানি তারা প্রায় সবাই উদ্যোক্তা ছিলেন। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা দিতেই এ প্রোগ্রাম।সহযোগিতা পেলে এরকম প্রোগ্রাম আরও করব।
অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম বলেন, উদ্যোক্তা হওয়ার জন্য বসে থাকলে হলে চলবে। দ্রুত কাজ শুরু করতে হবে। কিছু জায়গায় না বলা শিখতে হবে। সময়ের অপচয় যাতে না হয় সেদিকে সচেতন হতে হবে। কঠোর পরিশ্রম করলে একদিন সফলতা এনে দিবে।
উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, বর্তমানে শিক্ষার মূল উদ্দেশ্য জ্ঞানের পাশাপাশি চাকরি খোঁজার জায়গাটা থেকে বেরিয়ে এসে চাকুরি দেয়ার জায়গাটায় নিজেদেরকে তৈরি করা। শিক্ষার্থীদের এন্ট্রাপ্রেনিউরশিপ স্কিল অর্জনের মাধ্যমে সেই জায়গাটা তৈরি করতে হবে।