রাবিতে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ উদযাপিত

  © টিডিসি ফটো

‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’ প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় রাবির মনোবিজ্ঞান বিভাগ, বিশ্ববিদ্যলয়ের মানসিক স্বাস্থ্য কেন্দ্র ও এডিটি ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সুখরঞ্জন সমাদ্দার মিলনায়তনে একটি সেমিনার এর মাধ্যমে শেষ হয়।  সেমিনারটি দুপুর পর্যন্ত চলে।

এর আগে শোভাযাত্রাটি উদ্বোধন করেন রাবির প্রো-ভিসি প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব এর সঞ্চালনায় উদযাপন কমিটির আহ্বায়ক ও মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এনামুল হক এর সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধূরী মো. জাকারিয়া, ড. আনন্দ কুমার সাহা, মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ড. আনওয়ারুল হাসান সূফী বক্তব্য দেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মনোবিজ্ঞান বিভাগের এ্যাসিসট্যান্ট প্রফেসর তানজির আহম্মদ তুষার। অন্যান্যের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজে ও হাসপাতালের মনোরোগ বিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. মামুন হোসাইন, এডিটি ইন্টারন্যাশনাল ট্রেইনি প্রোগাম অফিসার মুসতাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ