জামিন পেলো প্রক্সি দিয়ে আটক হওয়া জবি শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৩:৪৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৩, ০৩:৪৪ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে মোস্তাফিজুর রহমান শাকিল নামে আটক হওয়া জবি শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ জুলাই) ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে এম হেদায়তুল ইসলাম এ জামিন মঞ্জুর করেন।
গত ১৯ জুন জাবির ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটের পরীক্ষা চলাকালে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ।
আরও পড়ুন: ঢাবিতে ভর্তির বিষয় মনোনয়ন প্রকাশ, নির্দেশনা না মানলে আসন বাতিল
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস সূত্রে জানা যায়, মুহীন তাশদীদ মাহি নামে এক শিক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসেন শাকিল। এর আগে গতকাল তিনি ‘সি’ ও ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা দেন। আজ ‘বি’ ইউনিটের তৃতীয় শিফটে বিজনেস স্টাডিজ অনুষদের ২৪নং কক্ষে পরীক্ষায় বসেন তিনি। এ সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের সন্দেহ হলে তিনি শাকিলকে প্রক্টর অফিসে পাঠান। প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন শাকিল।