১৫ জুলাই পর্যন্ত দেওয়া যাবে জবি ছাত্রী হলের নবায়ন ফি
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ২২ জুন ২০২৩, ০৯:৫৭ PM , আপডেট: ২২ জুন ২০২৩, ১০:০৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের নবায়ন ফি জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ জুলাই পর্যন্ত ফি জমা দিতে পারবেন আবাসিক ছাত্রীরা।
বৃহস্পতিবার (২২ জুন) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুনঃ সাত কলেজের কলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৭২%
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবায়ন ফি জমাদানের সময় বৃদ্ধির আবেদন বিবেচনায় সময় বাড়ানো হলো। আগামী ১৫ জুলাই পর্যন্ত ছাত্রীরা হলের নবায়ন ফি জমা দিতে পারবে। পরবর্তীতে এই সময় আর বাড়ানো হবে না। ফী জমা দেওয়ার পর কক্ষ ও সিট নম্বরসহ রশিদটির এক কপি হল অফিসে জমা দিতে বলা হয়েছে।
গত ৭ জুন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক দীপিকা রাণী সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিক সিটের এক বছর পূর্ণ হওয়া শিক্ষার্থীদের আসন নবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে ৭-২২ জুনের মধ্যে নবায়ন ফী বাবদ ৩৫০০ টাকা জমা দিতে বলা হয়েছে। ছাত্রীদের আবেদন সাপেক্ষে ফী জমা দেয়ার সময় আরও ২৩দিন বাড়িয়ে দিয়েছে হল প্রশাসন।