২২ বছর পর প্রথম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করল পবিপ্রবি

১১ জানুয়ারি ২০২৩, ০৮:৩৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
পবিপ্রবির প্রথম বার্ষিক প্রতিবেদন

পবিপ্রবির প্রথম বার্ষিক প্রতিবেদন © প্রতীকী ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রতিষ্ঠার ২২ বছর পরে এই প্রথমবারের মত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটি এ প্রতিবেদন প্রকাশের প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর হাতে ১টি কপি তুলে দেন। 

জানা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের মিশন, ভিশন, উদ্দেশ্য, স্লোগান ও অঙ্গীকার উল্লেখপূর্বক বিভিন্ন অনুষদ ও বিভাগের ইতিহাস, প্রদত্ত ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক বিভাগ ও শাখার সকল কার্যক্রম ও কর্মরতদের তালিকা উল্লখ করা হয়েছে।

এছাড়াও প্রতিবেদনটি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হলেও এতে ২০১৭ সাল থেকে শিক্ষকদের দ্বারা পরিচালিত গবেষণা প্রকল্প এবং ২০১৯ সাল থেকে তাদের মাধ্যমে প্রকাশিত প্রবন্ধসমূহ সন্নিবেশিত করা হয়েছে। 

আরও পড়ুন: ‘ছাত্রীকে বিয়ে করায়’ চাকরিচ্যুত শিক্ষক, ৭ বছরেও ফিরে পাননি চাকরি

এ বিষয়ে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সভাপতি প্রফেসর বদিউজ্জামান বললেন, এটি প্রকাশের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়নে আমাদের বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় র‍্যাঙ্কিংয়ে আরও কয়েক ধাপ এ গিয়ে যাবে। 

বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্য ইকোনমিক্স এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান আবুল বাসার খান বলেন, বিভিন্ন সংস্থার, ইউজিসি'র ও সরকারের অর্থায়নে যেসকল প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে তার তালিকা এখানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার পুরোপুরি চিত্র এখানে ফুটে উঠেছে। 

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ও বার্ষিক প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা পরিষদের সদস্য সচিব মো:এমরান হোসেন বলেন, বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আজ এপিএ শর্তাবলী বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক অগ্রগতির ডকুমেন্ট লিপিবদ্ধ হয়ে থাকল।

এসএসসির পরীক্ষক চেয়ে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
  • ২৯ জানুয়ারি ২০২৬
অফিসার/এক্সিকিউটিভ নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন অ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি সর…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মাভাবিপ্রবি হল থেকে বিদেশি শিক্ষার্থীদের ল্যাপটপ চুরি, নিরা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘সুশাসনের অভাবে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে’
  • ২৯ জানুয়ারি ২০২৬
নিটল-নিলয় গ্রুপে চাকরি, পদ ১৫, আবেদন অনলাইনে
  • ২৯ জানুয়ারি ২০২৬