২২ বছর পর প্রথম বার্ষিক প্রতিবেদন প্রকাশ করল পবিপ্রবি

পবিপ্রবির প্রথম বার্ষিক প্রতিবেদন
পবিপ্রবির প্রথম বার্ষিক প্রতিবেদন  © প্রতীকী ছবি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রতিষ্ঠার ২২ বছর পরে এই প্রথমবারের মত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। বুধবার (১১ জানুয়ারি) সকাল ১০টায় বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটি এ প্রতিবেদন প্রকাশের প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর হাতে ১টি কপি তুলে দেন। 

জানা যায়, এতে বিশ্ববিদ্যালয়ের মিশন, ভিশন, উদ্দেশ্য, স্লোগান ও অঙ্গীকার উল্লেখপূর্বক বিভিন্ন অনুষদ ও বিভাগের ইতিহাস, প্রদত্ত ডিগ্রি, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক বিভাগ ও শাখার সকল কার্যক্রম ও কর্মরতদের তালিকা উল্লখ করা হয়েছে।

এছাড়াও প্রতিবেদনটি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের হলেও এতে ২০১৭ সাল থেকে শিক্ষকদের দ্বারা পরিচালিত গবেষণা প্রকল্প এবং ২০১৯ সাল থেকে তাদের মাধ্যমে প্রকাশিত প্রবন্ধসমূহ সন্নিবেশিত করা হয়েছে। 

আরও পড়ুন: ‘ছাত্রীকে বিয়ে করায়’ চাকরিচ্যুত শিক্ষক, ৭ বছরেও ফিরে পাননি চাকরি

এ বিষয়ে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সভাপতি প্রফেসর বদিউজ্জামান বললেন, এটি প্রকাশের ফলে বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়নে আমাদের বিশ্ববিদ্যালয় গত বছরের তুলনায় র‍্যাঙ্কিংয়ে আরও কয়েক ধাপ এ গিয়ে যাবে। 

বার্ষিক প্রতিবেদন সম্পাদনা কমিটির সদস্য ইকোনমিক্স এন্ড সোসিওলজি বিভাগের চেয়ারম্যান আবুল বাসার খান বলেন, বিভিন্ন সংস্থার, ইউজিসি'র ও সরকারের অর্থায়নে যেসকল প্রকল্পগুলো সম্পন্ন হয়েছে তার তালিকা এখানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার পুরোপুরি চিত্র এখানে ফুটে উঠেছে। 

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার ও বার্ষিক প্রতিবেদন প্রণয়ন সম্পাদনা পরিষদের সদস্য সচিব মো:এমরান হোসেন বলেন, বার্ষিক প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি আজ এপিএ শর্তাবলী বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেল এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক অগ্রগতির ডকুমেন্ট লিপিবদ্ধ হয়ে থাকল।


সর্বশেষ সংবাদ