সহপাঠী হত্যা ও সন্ত্রাসী হামলার বিচার চায় ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীরা
- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ০৪:৩২ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৩, ০৬:৫০ PM
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল সোহান হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী অর্পনা আক্তার ইতিকে কুপিয়ে জখমের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷
সোমবার (৩ এপ্রিল) দুপুর তিনটায় রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়টির প্রধান ফটকের সামনের সড়কে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, সোহানের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। সাধারণ শিক্ষার্থীরা এমন নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়৷ এই ঘটনার সাথে যারা জড়িত তারা যেন জামিনে বের না হতে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। খুব দ্রুত আসামীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি অর্পনার উপর যারা হামলা চালিয়েছে তাদেরকেও অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পুলিশকে এসব বিষয়ে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে যেন পরবর্তী সময়ে আর কেউ এমন সন্ত্রাসী হামলা করতে সাহস না পায়৷ এসময় শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন। সেগুলো হলো -
১. অপর্ণা আক্তার ইতিকে কুপিয়ে জখম করার বিষয়টি দ্রুত বিচারের আওতায় আনতে হবে।
২. অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।
৩. ইউনিভার্সিটি সংলগ্ন এরিয়াগুলোতে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে।
৪. আইডিয়াল স্কুল সংলগ্ন সাঁকোতে সন্ধ্যার পরে পুলিশের টহল বসাতে হবে।
৫. ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনের গলি সংলগ্ন গার্লস হোস্টেল গুলোর আশেপাশে পুলিশের নজরদারি বাড়াতে হবে।
৬. সকল রাস্তা ও গলিতে ল্যামপোষ্ট বসিয়ে পর্যাপ্ত আলোর নিশ্চিত করতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের এসব দাবির সাথে সম্মতি ও একাত্মতা প্রকাশ করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মো: জাহিদুল হাসান শোভন বলেন, আমরা আশা করবো যারা হত্যাকান্ডের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের যেন দেশের আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করা হয়। তাছাড়া ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনা চরম দু:খজনক। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চত করতে এসব অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ (মঙ্গলবার) রাতে যাত্রাবাড়ীর মানিকনগর এলাকায় বাড়িওয়ালা ও সন্ত্রাসীদের নৃশংস হামলায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল সোহান ৷ আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর গতকাল রোববার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০ টায় আফতাবনগর বি ব্লকে ছিনতাইকারীদের হামলায় শিকার হয়ে গুরুতর আহত হন ফার্মেসি বিভাগের ২য় বর্ষের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী অপূর্ণ আক্তার ইতি।