ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন দুই বিভাগ চালু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০৭:২২ PM

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) চালু হলো নতুন দুই বিভাগ। মঙ্গলবার (২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের ৮৬তম সভায় এ সুপারিশ করা হয়। পরে মার্চ মাসের ৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১২৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী দুইটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়।
আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের অধীনে স্নাতক পর্যায়ে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং ( বিএমই) বিভাগ চালু করা হয়। প্রতি বিভাগে আসন সংখ্যা ৩০ নির্ধারণ করার অনুমোদন প্রদান করা হলো।