গোপালগঞ্জে জমির আইল নিয়ে সংঘর্ষে আহত ৩৫
- গোপালগঞ্জ প্রতিনিধি
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৪:২১ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৪:২১ PM

গোপালগঞ্জের মুকসুদপুরে জমির আইল দিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৮টি বাড়িতে ভাঙচুর চালানো হয়।
বুধবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ফকিরহাট খোলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৩০ জন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লালন শেখ ও রাজু শেখের মধ্যে শত্রুতা চলছিল। বুধবার দুপুরে জমির আইল দিয়ে যাওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৩৫ জন আহত হন। সংঘর্ষের সময় ৮টি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। লুটপাটের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মুকসুদপুর থানার ওসি মোস্তাফা কামাল বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।