গুলশান-বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশনা

গুলশান ও বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশ
গুলশান ও বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশ  © সংগৃহীত

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যান চলাচলে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। পরীক্ষামূলকভাবে বেশ কিছু রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) দুপুরে গুলশান ট্রাফিক বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়।

১. মহাখালী থেকে আসা যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী বা আমতলীর দিকে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সব ধরনের রাইট টার্ন ও ইউটার্ন নিষিদ্ধ। গুলশান বা বনানীগামী যানবাহন বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন নিয়ে চলাচল করতে পারবে (তবে বাস বা বড় যানবাহন এর আওতায় নেই)।

৩. বাস ও অন্যান্য বড় বা ভারী যানবাহনকে আর্মি স্টেডিয়ামের ইউটার্ন ব্যবহার করতে হবে।

গুলশান ট্রাফিক বিভাগ জানিয়েছে, যানজট কমানো ও সড়ক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে এই পরীক্ষামূলক পরিবর্তন আনা হয়েছে। নির্দেশনাগুলো পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ