প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল কবে—জানালেন সচিব

ফরিদ আহমেদ ও প্রাথমিকের লোগো
ফরিদ আহমেদ ও প্রাথমিকের লোগো  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। 

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ফল সফটওয়্যারে ইনপুট দেওয়ার কাজ চলছে। দুই/একদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। এরপর ফলাফল প্রকাশ করা হবে। চলতি সপ্তাহেই এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে বলেও জানান তারা। 

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। সেটি বাস্তবায়নে কাজ করছে অধিদপ্তর। আশা করছি দুই অথবা তিনদিনের মধ্যেই দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হবে।’

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


সর্বশেষ সংবাদ