এমাজউদ্দীন আহমদের স্মরণসভা শনিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ PM
দেশের প্রথিতযশা রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভার আয়োজন করেছে এমাজউদ্দীন আহমদ রিসার্চ সেন্টার।
স্মরণসভায় স্মারক বক্তৃতা প্রদান করবেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দেশের বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম।
২০২০ সালের ১৭ জুলাই ইন্তেকাল করেন একুশে পদকজয়ী বরেণ্য শিক্ষাবিদ এমাজউদ্দীন আহমদ। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।