রবি শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে ভবন পরিদর্শন ইউজিসি’র
- রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০১ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০১ PM
অস্থায়ী হল অনুমোদন করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সুবিধার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হয়ে অস্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেছেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমউদ্দীন খান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আসেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজিমউদ্দীন। পরে তিনি অস্থায়ী ছাত্র হল অনুমোদনের লক্ষ্যে শাহজাদপুরের ২টি নির্মাণাধীন ভবন, অস্থায়ী অ্যাকাডেমিক ভবনসমূহ ও প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন।
এসময় রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন সম্পর্কিত নানান পরিকল্পনা ও শিক্ষাসংশ্লিষ্ট সংকটসমূহ তুলে ধরে ইউজিসির সহযোগিতা কামনা করলে অধ্যাপক তানজিমউদ্দীন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়ন ও শিক্ষাসংশ্লিষ্ট সংকটসমূহ সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।
২০১৬ সালের ২৬শে জুলাই প্রতিষ্ঠার দাবিতে ২০১৮ সালের ১৭ এপ্রিল ১০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়টির। বর্তমানে সহস্রাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। এদিকে মাত্র ১১ বর্গ কিমির সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় শিক্ষার্থীদের আবাসন সংকট চরমে। একদিকে যেমন থাকার জন্য বাসা খুঁজে পাওয়া দুষ্কর অন্যদিকে সহস্রাধিক শিক্ষার্থীর মেস চাহিদার তাগিদে দিনদিন হু হু করে বাড়ছে বাসা ভাড়াও।
তবে স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে গত ১৮ নভেম্বর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। গতকাল ১৮ ডিসেম্বর পুনরায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় প্রায় দুই ঘণ্টা ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এসময় ‘আমার ক্যাম্পাস আমার ঘর, থাকব না আর যাযাবর’, ‘দফা এক দাবি এক, ক্যাম্পাস ক্যাম্পাস’ ইত্যাদি স্লোগান তোলেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, বর্তমানে স্থানীয় দুটি কলেজের ভবন ও একটি ভাড়া করা ভবনে চলছে শিক্ষা কার্যক্রম। যেখানে শ্রেণি কক্ষ সংকটে একই কক্ষে চলছে ছয় ব্যাচের ক্লাস।