ঈদের আগেই বেতন-বোনাস পাচ্ছেন প্রাথমিকের ৩৭ হাজার শিক্ষক

ক্লাস নিচ্ছেন প্রাথমিকের শিক্ষক
ক্লাস নিচ্ছেন প্রাথমিকের শিক্ষক  © ফাইল ফটো

ঈদের আগেই বেতন-বোনাস পাবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষক। আগামী দুই/তিনদিনের মধ্যে এ বিষয়ে চিঠি জারি হবে।

সোমবার (১০ এপ্রিল) গণমাধ্যমের সাথে আলাপকালে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। 

মহাপরিচালক বলেন, আমাদের কোড সংক্রান্ত ঝামেলা ছিল। তবে এখন ফলপ্রসূ আলোচনা হয়েছে। ঈদের আগেই শিক্ষকরা তাদের বেতন, ঈদ বোনাস ও বৈশাখী ভাতা পাবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি, দুই-তিন দিনের মধ্যেই এ-সংক্রান্ত চিঠি জারি হবে। সেটি পেলেই শিক্ষকরা তাদের বেতন ও ভাতা পেয়ে যাবেন। 

এর আগে গতকাল রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অর্থ মন্ত্রণালয় বৈঠকে বসে। সেখানে ঈদের আগে শিক্ষকদের বেতন-ভাতা প্রদান নিয়ে আলোচনা হয়।

গত ৩ এপ্রিল অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) এইচ এম আবুল বাশার সব জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে সাত ধরনের তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। চিঠিতে প্রতিটি জেলায় সদ্য যোগ দেওয়া শিক্ষক সংখ্যা, গত ঈদুল আজহায় কত সংখ্যক শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন, শিক্ষা ভাতাপ্রাপ্ত শিক্ষকদের প্রকৃত সংখ্যাসহ সাত ধরনের তথ্য চাওয়া হয়েছে। এদিকে নতুন করে যোগ দেওয়া শিক্ষকরা বেতন ভাতা না পেয়ে অসহায় দিন যাপন করছেন। এমন পরিস্থিতিতে এসব বিষয় তুলে ধরে গণমাধ্যমে রিপোর্টও হয়।


সর্বশেষ সংবাদ