রাখাল রাহা ইস্যুতে কড়া মন্তব্য সারজিসের, ব্যবস্থা নেওয়ার আহ্বান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ১০ মার্চ ২০২৫, ০৩:৫২ PM

ঐতিহাসিক ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গঠিত হয় কমিটি। সেই কমিটির অন্যতম সমন্বয়ক হিসেবে নিয়োগ পান লেখক ও গবেষক রাখাল রাহা (সাজ্জাদুর রহমান)। পাঠ্যবই সংশোধন ও পরিমার্জনে নানা বিতর্কের জন্ম দেন। এছাড়াও তিনি হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। বিতর্কিত রাখাল রাহাকে নিয়ে এবার সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার (১০ মার্চ) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন। রাখাল রাহাকে তিনি ‘তথাকথিত’ ও ‘ভণ্ড বুদ্ধিজীবী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি লিখেছেন, ‘এই তথাকথিত ভণ্ড বুদ্ধিজীবী রাখাল রাহা আমার আল্লাহ এবং নবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষা উপদেষ্টার নাম ভাঙিয়ে লুটপাট করার কথা শোনা যাচ্ছে তার বিরুদ্ধে।’
রাখাল রাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আরও লিখেছেন, ‘সময় শেষ হওয়ার আগে তদন্ত করেন, সে অনুযায়ী ব্যবস্থা নেন। রাখাল রাহা ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ছাড় হয়ে গেছে। আর না ।’