সালতামামি-২০২১

বিদায়ী বছরে হারিয়েছি যেসব শিক্ষাবিদদের

নিজ নিজ ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে তারা দেশজুড়ে ছিলেন পরিচিত এবং সমাদৃত
নিজ নিজ ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে তারা দেশজুড়ে ছিলেন পরিচিত এবং সমাদৃত  © টিডিসি ফটো

২০২০ সাল। প্রাণঘাতী করোনা মহামারিতে বিপর্যস্থ ছিল পুরো দেশ। এই মহামারিতেই দেশের অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্বের বিয়োগ ঘটেছে। ওই বছরে করোনা আক্রান্ত হয়ে একে একে চিরবিদায় নিয়েছিলেন অনেক শিক্ষাবিদ। সেই করোনাভীতিকে সঙ্গী করেই শেষ হতে চলেছে আরও একটি বছর। ২০২১ সাল। বিদায়ী এ বছরেও করোনাসহ নানা রোগে ভুগে অনেক জ্ঞানী-গুণী ব্যক্তিত্ব না ফেরার দেশে চলে গেছেন। যারা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে দেশজুড়ে ছিলেন পরিচিত এবং সমাদৃত।

গত ৩০ নভেম্বর ৮৭ বছর বয়সে জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেন।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন। ২০১৮ সালে তিনি জাতীয় অধ্যাপক হন। শিক্ষা, সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক পেয়েছেন অধ্যাপক রফিকুল ইসলাম। গত ১৮ মে সরকার তাকে তিন বছরের জন্য বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেয়।

বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগে ৮২ বছরে বয়সে গত ১৫ নভেম্বর প্রখ্যাত কথাসাহিত্যিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক হাসান আজিজুল হক মারা গেছেন। ১৯৯৯ সালে তাকে ‘একুশে পদকে’ ভূষিত করে সরকার। ২০১৯ সালে পান দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার।

গত ৮ আগস্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক নাজমা চৌধুরী রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। দেশের নারীশিক্ষা ও নারী অধিকার আদায়ের আন্দোলনে বিশেষ অবদান রয়েছে নাজমা চৌধুরীর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা। 

গত ১৪ এপ্রিল ৮১ বছর বয়সে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মারা যান।তিনি ছিলেন একজন বাংলাদেশী অধ্যাপক, লোক সংস্কৃতি ও পল্লীসাহিত্য গবেষক।

গত ২৫ ফেব্রুয়ারি করোনা সংক্রমিত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান মারা যান। গত ১ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির (ইউসেট)’ উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মোত্তালিব মারা গেছেন। 

গত ২৪ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ। গত ২৬ জুলাই রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক মো. মর্ত্তুজা আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ৩ আগস্ট শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক মো. শাদাত উল্লা ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭১ বছর। 

গত ৩০ নভেম্বর ছাত্রলীগের একদল নেতাকর্মীর সাক্ষাতের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সেলিম হোসাইনের রহস্যজনক মৃত্যু হয়। পরে এ ঘটনায় ৯ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কুয়েট প্রশাসন। এরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।

গত ৩১ মার্চ হঠাৎ ব্রেইন স্ট্রোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশীদ মাহমুদ মারা যান। করোনায় আক্রান্ত হয়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কে এম মোহসীন, ৮ এপ্রিল দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান, ১৭ এপ্রিল পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম খান, ৩০ এপ্রিল গণিত বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আব্দুর রহমান, ১৬ জুলাই দর্শন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবদুল মতীন মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ গত ২২ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. স্বপন কুমার বালা মারা গেছেন। মৃত্যুকালে অধ্যাপক ড. স্বপন কুমার বালার বয়স হয়েছিল ৫৬ বছর। 

গত ১২ মার্চ করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের সাবেক অধ্যাপক আ. ন. ম. আব্দুল মুক্তাদির, ২২ জুলাই বাংলা ভাষার গুরুত্বপূর্ণ গবেষক, সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ভূঁইয়া ইকবাল, ৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গাজী সালাহ উদ্দীন মৃত্যুবরণ করেছেন। এদিকে, আজ সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. বিনয় কৃষ্ণ শর্মা মারা গেছেন।

গত ১৮ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শামসুন নাহার, ১৬ জুলাই পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবুল বাশার মিঞা, ২৭ জুলাই প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক আব্দুস সালাম মারা গেছেন। 

এদিকে, ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসাইন মারা গেছেন। ভোর ৫ টা ৪৫ মিনিটে মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।

গত ১৩ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এইচ. এম. মাহফুজুল হক মারা গেছেন।

গত ৫ মে করোনা সংক্রমিত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ ফয়সাল মারা যান।

গত ৮ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুয়েটের অধ্যাপক ড. কাজী মুজিবুর রহমান মারা গেছেন। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। ১৬ দিন হাসপাতালের আইসিইউতে থাকার পর গত ৭ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী মারা গেছেন। ডেঙ্গু ও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি।

গত ৮ জুলাই করোনায় আক্রান্ত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুকুমার রায় মারা গেছেন। গত ১৮ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আব্দুর রহিম খান।

গত ২৬ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক নজিবুর রহমান। একইদিন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক উপাচার্য মো. মর্ত্তুজা আলী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

গত ২৭ জুলাই করোনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আকরাম হুসাইন মজুমদার মারা গেছেন। গত ৩১ জুলাই করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের প্রাক্তন অধ্যাপক আমিনুল ইসলাম মারা গেছেন।

গত ৩ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজহারুল হক মারা গেছেন। গত ৪ আগস্ট করোনার বিষাক্ত ছোবলে আক্রান্ত হয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আজমুল হুদা মারা গেছেন।


সর্বশেষ সংবাদ