ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন ১ কোটি সাত লাখ সিম ব্যবহারকারী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ০৫ এপ্রিল ২০২৫, ০১:২২ PM

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন প্রায় ১ কোটি ৭ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। এর বিপরীতে ৪৪ লক্ষ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।
শনিবার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ বিটিআরসির সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা ছেড়ে যাওয়া সিম অপারেটরের একটা চার্ট শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ঈদের ছুটির সাত দিনে ১ কোটি ৭ লক্ষ সিম ব্যবহারকারী ঢাকা ত্যাগ করেছেন। বিপরীতে ৪৪ লক্ষ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।
প্রকাশিত বিবরণীতে দেখা যায়, ২৮ মার্চ রাত ১২টার পর থেকে ২৪ ঘণ্টায় ঢাকা ছেড়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি মোবাইল সিম ব্যবহারকারী। এ সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৬ লাখ ১২ হাজার ৩৩২টি সিম ব্যবহারকারী।
শনিবার (২৯ মার্চ) দিনেও ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন, এবং একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।
রবিবার (৩০ মার্চ) ঢাকা ছেড়েছেন ২১ লাখ ৯৫ হাজার ৮৪ জন, এবং একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৮৮ হাজার ৪ জন।
সোমবার (৩১ মার্চ) ঢাকা ছেড়েছেন ১২ লাখ ৫৬ হাজার ৯০৩ জন। একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ৪ লাখ ৪৬ হাজার ৪৯৯ জন।
মঙ্গলবার (১ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ১২ লাখ ৮২৪ জন। আর ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৪৩ হাজার ২৯৯ জন।
বুধবার (২ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ৯ লাখ ৮৭ হাজার ৯৯৪ জন। ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৬০ হাজার ৪৭৮ জন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৩৫২ জন। একই দিন ঢাকায় প্রবেশ করেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯ জন।