ঈদের দাওয়াতে জামাইসহ ২২ মেহমানকে পেটাল শ্বশুরপক্ষ

বরগুনা
বরগুনা  © সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় ঈদের দাওয়াতের নামে জামাই ও তার সঙ্গে আসা ২২ জন মেহমানকে শ্বশুরবাড়িতে আটকে রেখে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেলে কাঁঠালতলী ইউনিয়নের সফিলপুর গ্রামের মুন্সি বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা গেছে, সত্তার মুন্সির মেয়ে মুক্তা তার স্বামীর পরিবারের সবাইকে ঈদের দাওয়াতে আমন্ত্রণ জানান। খাবার পরিবেশনের সময় মাংস দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি, যা পরিণত হয় সংঘর্ষে। এক পর্যায়ে জামাইসহ ২২ জনকে বাড়ির ভেতরে আটকে রেখে গণধোলাই দেন শ্বশুর ও তার লোকজন।

খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান জানান, দাম্পত্য কলহ মিটিয়ে সম্পর্ক মজবুত করার উদ্দেশ্যেই এই দাওয়াত দেওয়া হয়েছিল। কিন্তু সামান্য বিষয়ে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

জামাইয়ের বড় ভাই আরিফ বলেন, “আমরা ভেবেছিলাম দাওয়াতের মাধ্যমে পুরনো সমস্যার অবসান ঘটবে। কিন্তু এমন আচরণ আমাদের হতবাক করেছে। আমরা আইনি পথে না গিয়ে আপসের চেষ্টা করছি।”

পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান জানান, “ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।”


সর্বশেষ সংবাদ