জাতীয় নাগরিক পার্টির ‘এনসিপি’ নাম নিয়ে ইসিতে আপত্তি বিসিপির

  © সংগৃহীত

বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি) জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপত্তি জানিয়েছে। আজ মঙ্গলবার (২৫ মার্চ) বিসিপি মহাসচিব শাহরিয়ার খান আবির খান ইসি সচিবের কাছে লিখিতভাবে বিষয়টি তুলে ধরেন।

বিসিপি মহাসচিব লিখিতভাবে জানান, গত ২৮ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। তবে সাম্প্রতিক সময়ে দলটির সংক্ষিপ্ত নাম ‘এনসিপি’ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। তিনি দাবি করেন, নামের সংক্ষিপ্ত রূপ নির্ধারণের ক্ষেত্রে ভাষাগত শুদ্ধতা বজায় রাখা জরুরি। তাই ‘জাতীয় নাগরিক পার্টি’র সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘যেএনপি’, কিন্তু দলটি ‘এনসিপি’ ব্যবহার করছে, যা সঠিক নয়।

তিনি ব্যাখ্যা করে বলেন, ‘কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানের নাম যে ভাষাতেই লেখা হোক না কেন, তার মূলগত পরিবর্তন হয় না। তাই ‘Jatio Nagorik Party’ নামের যথাযথ সংক্ষিপ্ত রূপ ‘যেএনপি’-ই হওয়া উচিত।’

নতুন এই রাজনৈতিক দল ভবিষ্যতে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে শাহরিয়ার খান বলেন, ‘যে দল তরুণ নেতৃত্ব নিয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে পরাজিত করেছে, তাদের নামের মধ্যে কোনো অসঙ্গতি থাকা দুঃখজনক। নির্বাচন কমিশনের প্রতি নিবন্ধন প্রক্রিয়ায় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আহ্বান জানান তিনি।’

এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘এই জাতীয় আবেদন আমাদের কাছে প্রথম। যেহেতু ‘এনসিপি’র নাম পরিবর্তন করে ‘জেএনপি’ করার কথা বলা হয়েছে, আমার জানা নেই যে, এরকম আবেদন ইতোপূর্বে জমা পড়েছে কি না। যেহেতু আমার কাছে মনে হয়েছে এটি একটি নতুন আবেদন, আমাদেরকে সেভাবে পরীক্ষা-নীরিক্ষা করতে হবে। ঠিক এই মুহুর্তে আমাদের বলা সঙ্গত হবে না, এরকম আবেদন করতে পারে কি পারে না। আইন এবং বিধি পরীক্ষান্তে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।’


সর্বশেষ সংবাদ