অস্কারের সেরা ‘প্যারাসাইট’, জ্যাকুইন ফনিক্স ও জেলওয়েগার

  © বিবিসি

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরষ্কার ঘোষণা করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ সকাল ৭টায় শুরু হয় অস্কারের পুরস্কার বিতরণী। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

অস্কারের ৯২তম আসরে সেরা অভিনেতা পুরস্কার জিতেছেন জোকারের জ্যাকুইন ফনিক্স। অ্যান্টনিও বেনদেরাস, লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো অভিনেতাকে পেছনে ফেলে এ পুরস্কার জিতে নেন তিনি। সেরা অভিনেতার হাতে পুরস্কার তুলে দেন ব্রিটিশ স্টার অলিভিয়া কোলম্যান।

রুপার্ট গোল্ড পরিচালিত জুডি গারল্যান্ড সিনেমায় আমেরিকান প্রয়াত অভিনেত্রী, গায়িকা জুডি গারল্যান্ডের চরিত্রে অভিনয়ের জন্য অস্কারের এবারের আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন রেনে জেলওয়েগার। এ বিভাগে মনোনীত ছিলেন সিনথিয়া এরিভো (হ্যারিয়েট), স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি), সাওরসে রোনান (লিটল ওম্যান), চার্লিজ থেরন (বম্বশেল)।

সেরা সিনেমার ক্যাটাগরিতে বরাবরের মতোই এবছরও ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ৯২তম অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘প্যারাসাইট’। প্রতিযোগিতায় ফোর্ড ভার্সেস ফেরারি, দ্য আইরিশম্যান, জোজো র্যাবিট, জোকার, লিটিল ওমেন, ম্যারেজ স্টোরি, ওয়ানস আপন আ টাইম ইন হলিউড ও ১৯১৭কে পেছনে ফেলে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ছবিটি।

৯২তম অস্কারে সেরা সহ-অভিনেতা ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন ব্র্যাড পিট। ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা অ্যানিমেটেড ছবি বিভাগে পুরস্কার পেয়েছে ‘টয় স্টোরি ফোর’। শেরিফ উডি ও বাজ লাইটইয়ারের মতো বিখ্যাত কিছু চরিত্র নিয়ে এটি পরিচালনা করেছেন জশ কুলি।

স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড ছবির পুরস্কার পেয়েছে ‘হেয়ার লাভ’। একই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে ‘চেরা (ডটার)’, ‘কিটবুল’, ‘মেমোরেবল’, ‘সিস্টার’। ‘হেয়ার লাভ’ টিম তাদের এ পুরস্কার হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত কিংবদন্তি বাস্কেটবল খেলোয়ার কোবে ব্রায়ান্টকে উৎসর্গ করেছে।

সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার ছিনিয়ে নিল কোরিয়ান ছবি ‘প্যারাসাইট’। এ বিভাগে বং জন হু’র প্যারাসাইট ছবিটিকে প্রতিযোগিতা করতে হয়েছে কোয়ান্টিন টারান্টিনোর বহুল আলোচিত ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’র সাথে। সেরা ছবি ও সেরা নির্মাতা বিভাগসহ মোট ছয়টি বিভাগে মনোনীত হয়েছে ‘প্যারাসাইট।’

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ‘জোজো র্যা বিট’। লিখেছেন পরিচালক তাইকা ওয়াইটিটি নিজেই। আর ব্রাদারহুড, নেফতা ফুটবল ক্লাব, সারিয়া, অ্যা সিস্টারকে পেছেনে ফেলে লাইভ অ্যাকশন শর্ট বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য নেবার্স উইন্ডো।’

সেরা প্রোডাকশন ডিজাইনের দৌড়ে সবাইকে পেছনে ফেলে ৯২তম অস্কারে পুরস্কার গেল বারবারা লিং ও ন্যান্সি হেইঘের হাতে। সেরা কস্টিউম ডিজাইন দিয়ে অস্কার উঠল ‘লিটন উমেন’-এর ঝুলিতে। সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতেছে ‘আমেরিকান ফ্যাক্টরি’। যৌথভাবে পরিচালনা করেছেন স্টিভেন বগনার ও জুলিয়া রাইকার্ট। 

সেরা প্রামাণ্যচিত্র শর্ট- ‘লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন’। কাবুলের তরুণীদের লিখতে চাওয়া, পড়তে চাওয়া ও স্কেটিং শিখতে যাওয়া কথা বলা হয়েছে এতে। ৯২তম আসরে সেরা সহ-অভিনেত্রী হয়েছেন লরা ডার্ন। সেরা সাউন্ড এডিটিংয়ের জন্য অস্কার গেল ‘ফোর্ড ভার্সেস ফেরারি’র জন্য ডোনাল্ড সিলভেস্টারের হাতে।

বেস্ট সাউন্ড মিক্সিংয়ের পুরস্কার তুলে নিয়েছেন মার্ক টেলর ও স্টুয়ার্ট উইলসন। ‘১৯১৭’ চলচ্চিত্রের জন্য এ পুরস্কার পেয়েছেন তারা। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার গেছে রজার ডিকিনসের হাতে ‘১৯১৭’ চলচ্চিত্রের জন্য। সেরা ফিল্ম এডিটিংয়ের দৌড়ে শেষ পর্যন্ত পুরস্কার গেছে ফোর্ড ভার্সেস ফেরারির জন্য যৌথভাবে মাইকেল ম্যাককাস্কার ও এন্ড্রু বাকল্যান্ডের হাতে।

সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিং ‘বোম্বশেল’ চলচ্চিত্রের জন্য এ বিভাগে বিজয়ী হয়েছেন কাজু হিরো, অ্যানে মরগ্যান ও ভিভিয়ান বেকার।  চলতি আসরে আগেই সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার জিতে নিয়েছে ‘প্যারাসাইট।’ এবার সেরা আন্তর্জাতিক ফিচারও। 

সেরা অরিজিনাল স্কোরের পুরস্কার গেছে হিলদুর গোনাডত্যুরের হাতে। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মৌলিক গান বিভাগে সেরা হলো ‘রকেটম্যান’ ছবির ‘আই’ম গনা লাভ মি এগেইন’। সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন বং জুন হো। ‘প্যারাসাইট’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। 


সর্বশেষ সংবাদ