কুড়িগ্রামে ফেনসিডিলসহ কারবারি আটক
- কুড়িগ্রাম প্রতিনিধি
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৪:০১ PM

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৩ বোতল ফেনসিডিলসহ রাকিব হোসেন (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।
মাদক কারবারি রাকিব হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার নরন্দী বড়বাড়ি এলাকার শহীদুল্লাহর ছেলে।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ১০৩ বোতল ফেনসিডিলসহ রাকিব হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।