এবার ঈদে গান শোনাবেন না মাহফুজুর রহমান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৩:৫৭ PM

এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, যার নাম শুনলেই অনেকে ভাবতে বসেন গান নিয়ে নতুন কিছু ঘটতে চলেছে। একসময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু ২০১৬ সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে।
তবে তার গায়কী যতটা প্রশংসিত হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে ট্রলের শিকার। তবু দমে যাননি তিনি, বছরের পর বছর নিজের গানের আয়োজন করেছেন, নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সংগীতানুষ্ঠান। কিন্তু এবারের রোজার ঈদে ঘটছে ছন্দপতন—গান শোনাবেন না মাহফুজুর রহমান।
এটিএন বাংলার জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না।
এর আগে গেল কোরবানি ঈদে ভিন্ন আঙ্গিকে হাজির হয়েছিলেন মাহফুজুর রহমান। সে ঈদে বাংলা গানের পাশাপাশি হিন্দি গানও গেয়েছিলেন তিনি। ‘আমার চোখের আলো’ নামের একক সঙ্গীতানুষ্ঠানে তিনি একাধিক গান পরিবেশন করেন। পাশাপাশি দ্বৈত গানের অনুষ্ঠান ‘ওয়াদা করো’-তেও দেখা গেছে তাকে, যেখানে তার সঙ্গে গেয়েছেন নীলিমা, ভাবনা আহমেদ ও তাহমিনা। শুধু এটিএন বাংলা নয়, এটিএন নিউজেও প্রচারিত হয়েছিল তার আরেকটি একক সংগীতানুষ্ঠান ‘জড়িয়ে আছি তোমায়’।
শুধু গান গাওয়া নয়, গান নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও করেন মাহফুজুর রহমান। বরাবরই নিজস্ব ঢঙে হাজির হন দর্শকের সামনে, কখনো রোমান্টিক গান নিয়ে, কখনো জীবনঘনিষ্ঠ গান নিয়ে। গান নিয়ে তার এই যাত্রা নিয়ে যত বিতর্কই থাকুক, এটুকু নিশ্চিত—তিনি থামতে জানেন না। তবে এবার ঈদে গান না গাওয়ার ঘোষণায় তার ভক্তদের মন খারাপ, আর ট্রলকারীদের আফসোস।