আল আজহার বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম শুরু

বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম শুরু
বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম শুরু  © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহার-এ শুরু হলো বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম। জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রদের দ্বারা গঠিত এই সংগঠন এবার আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) কায়রোর দাররাসার জামালিয়া মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান টোকিও থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন। এছাড়া ঢাকা থেকে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

খোমেনী ইহসান বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আল আজহারের শিক্ষার্থীদের উচিত নিষ্ঠার সঙ্গে এলেম অর্জন করে দেশে ফিরে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া। তিনি আরও উল্লেখ করেন, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির দায়িত্ব হিসেবে আল আজহার গ্রাজুয়েটদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ দেশব্যাপী ইসলামী প্রচারে বৃহৎ উদ্যোগ গ্রহণ করবে।

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন—রেজাউল কবির, যোবায়ের আহমেদ, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আনাস হুসাইন, নিয়াজ মাখদুম, মোহাম্মদ হাবিবুল্লাহ, সালেহ আহমেদ, নাজমুল হাসান, ইউনুস আহমেদ, নাছির উদ্দীন, মেজবাহ উদ্দীন, জাহিদ হাসান, কাওছার আহমেদ, নাজিমউদ্দীন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্বাস, সাইফুল ইসলাম, ইব্রাহিম শোহান, রাকিবুল ইসলাম, আব্দুল আল মাহি, নূর আহমেদ, আসাদুজ্জামান, আবদুল কাদের, আক্তার মোক্তাদির, আরমান আহমেদ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।

এই উদ্যোগের মাধ্যমে আল আজহার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা ইসলামী শিক্ষার প্রচার ও বিপ্লবী আদর্শের বিস্তারে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ