অত্যদিক শীতের কবলে গাজায় স্বাস্থ্যকর্মী নিহত

গাজায় আশ্রয় শিবির
গাজায় আশ্রয় শিবির  © সংগৃহীত

গাজায় জেঁকে বসেছে তীব্র শীত। অন্যদিকে আছে ইসরায়েল এর একের পর এক হামলা। পরিস্থিতি মোকাবেলায় গাজাবাসীর অবস্থা নাজেহাল। ইসরায়েলি বিমান হামলার আহতের চিকিৎসা দিতে গিয়ে অত্যধিক ঠান্ডায় প্রাণ হারিয়েছেন একজন স্বাস্থ্যকর্মী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, খান ইউনিসের একটি শরণার্থী শিবিরে স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন আল-হাকিম আহমেদ আল-জাহারনেহ।ইউরোপীয় গাজা হাসপাতালে কর্মরত ক্রুদের মধ্যে একজন ছিলেন। শীতের মৌসুমে ‘চরম’ আবহাওয়ার কারণে তিনি মারা যান বলে এক বিবৃতিতে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় তার নিজের তাঁবুর ভেতরে লাশ পাওয়া গেছে। সেখানকার বাস্তুচ্যুত নাগরিকরা যে কঠিন মানবিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এটি তারই এক জলজ্যান্ত প্রমাণ বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধাবস্থা এবং নিম্ন তাপমাত্রা কারণে গাজাবাসীর দূর্ভোগ বেড়েই চলেছে।


সর্বশেষ সংবাদ