শিক্ষক হত্যা, ফ্রান্সে ৭ হাজার সেনা মোতায়েন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৮ PM
ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর আরাসের একটি স্কুলে চেচেন বংশোদ্ভূত মোহম্মদ মোগুশকভ নামের এক ব্যক্তি এক শিক্ষককে ছুরিকাঘাত করে এবং অন্য তিন জনকে গুরুতর আহত করার পর ফ্রান্স ৭,০০০ সৈন্য মোতায়েন করার ঘোষণা দিয়েছে সরকার। শনিবার (১৪ অক্টোবর) এলিসি প্রেসিডেন্ট প্রাসাদ এই কথা জানিয়েছে।
শুক্রবারের এই হামলাকে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘ইসলামী সন্ত্রাস’ বলে নিন্দা করেছেন। যেখানে বিশাল ইহুদি ও মুসলিম জনসংখ্যা রয়েছে। সোমবার সন্ধ্যার মধ্যে সেনা মোতায়েনের কাজ শেষ হবে।
মোহাম্মদ মোগুশকভ ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং জানা গেছে, তার পরিবার রাশিয়ার চেচনিয়া থেকে ফ্রান্সে এসে স্থায়ী হয়েছিল। অনেক ফরাসি সংবাদমাধ্যম অবম্য জানিয়েছে, ওই মোহাম্মদের পরিবার ইনগুশ নামের একটি রুশ জনগোষ্ঠীর।
আরও পড়ুন: শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী
মোগুশকভের এক ভাই ইউরোপভিত্তিক একটি ইসলামি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে কারাগারে আছে। তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর প্রমাণও পাওয়া গেছে। ভাই কারাগারে যাওয়ার পর থেকেই মোগুশকভের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে জানা গেছে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় থেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৩ শিক্ষককে ছুরিকাঘাতে হতাহত করার পর মোহম্মদ মোগুশকভকে উচ্চকণ্ঠে ‘আল্লাহু আকবর’ উচ্চারণ করতে শুনেছেন তারা।
ফ্রান্সের আররাস শহরটি মূলত মুসলিম ও ইহুদি অধ্যুষিত। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটল, তা এখনও পরিষ্কার নয়। ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে।