পিএইচডি’র শিক্ষার্থী করছেন খাবার ডেলিভারির কাজ

  © প্রতিকী ছবি

চীনে পিএইচডিতে অধ্যয়নরত এক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খাবার ডেলিভারির কাজ করছেন। তার এ কাজটিকে ভালো চোখে দেখছেন না অনেকেই।  এ কাজকে হীন বলে পুরো চীন জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। 

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ওই শিক্ষার্থীর নাম মেং ওয়াই। সে চীনের ঝিনজিয়াং বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিতে অধ্যয়নরত। তিনি জানান, খাবার ডেলিভারি কাজের জন্য তিনি লজ্জিত নন। কারণ এ কাজের মাধ্যমেই তিন তার পরিবারের খরচ বহন করেন এবং এ কাজের মাধ্যমে উপার্জিত অর্থ তিনি পিএইচডি ডিগ্রির জন্য ব্যয় করেন।

আরও পড়ুন: ভিডিও দেখে বহিষ্কার করেছি, তদন্তের প্রয়োজন নাই : লেখক

২০১৪ সাল থেকে কাজ করে যাচ্ছেন তিনি। ওই সময়েই শুরু করেন পিএইচডির অধ্যায়ন। তবে প্রথম ধাপে ভালো করতে না পারায় হতাশ হয়ে পড়েন। পরবর্তীতে হাল ছেড়ে না দিয়ে তিনি আবারও কাজ শুরু করেন।

এর মধ্যে ২০২১ সালে হৃদযন্ত্রে জন্মগত এক বিরল রোগ নিয়ে পৃথিবীতে আসে তার প্রথম সন্তান। ফলে তীব্র হতাশ হন তিনি।

এনিয়ে মেং ওয়াই বলেন, পড়াশোনার ব্যর্থতা আমাকে অনেক পিড়া দিয়েছে। কিন্তু খাবার সরবরাহের কাজ করতে গিয়ে আমি কখনও কোনো কষ্ট অনুভব করিনি। 

যদিও এখান থেকে আয়ের অর্থ দিয়ে তার পড়ার খরচ উঠছে না। তারপরও এ কাজ তাকে পড়াশোনার উৎসাহ জুগিয়েছে। স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence