সিলেট বিভাগের তিন ভেন্যুতে হবে ১৮তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা

এনটিআরসিএ লোগো
এনটিআরসিএ লোগো  © ফাইল ফটো

সিলেট বিভাগের তিন ভেন্যুতে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী বিভাগে ২০টির বেশি এবং চট্টগ্রাম বিভাগে ১৮টি ভেন্যুতে এ নিবন্ধনের পরীক্ষা হবে। আগামী ১২ ও ১৩ জুলাই স্কুল, স্কুল-২ ও কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার খাতা ভেন্যুগুলোতে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র বিজি প্রেসের মাধ্যমে মুদ্রনের কাজ চলমান রয়েছে। বন্যার কারণে পরীক্ষা পেছানো হবে না। যথাসময়ে এ নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিলেট বিভাগে সিলেট এমসি কলেজ, সিলেট সরকারি কলেজ এবং জালালাবাদ কলেজে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে। এই ভেন্যুগুলোতে বন্যার পানি প্রবেশের সুযোগ নেই। কাজেই পরীক্ষা পেছানোর সুযোগও নেই। 

এর আগে গত ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। তবে প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী।

 

সর্বশেষ সংবাদ