মোবাইল রাখা ও নকলের দায়ে কুমিল্লায় ১১ পরীক্ষার্থী বহিষ্কার

এইচএসসি ও আলিম পরীক্ষায় মোবাইল ও নকল
এইচএসসি ও আলিম পরীক্ষায় মোবাইল ও নকল  © সংগৃহীত

কুমিল্লার বরুড়া উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষায় মোবাইল ও নকল রাখার দায়ে তিন কেন্দ্র থেকে ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি ১ম পত্র এবং আলিম পরীক্ষার বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নু এমং মারমা মং।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, পরীক্ষা চলাকালে বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্র, আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্র এবং বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র পরিদর্শন করে উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

তিনি আরও বলেন, এ সময় বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৮ জন পরীক্ষার্থীকে তল্লাশি করে ৮টি মোবাইল ও নকল, শহীদ স্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ১ জন পরীক্ষার্থীর কাছ থেকে একটি মোবাইল ও নকল এবং আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২ জন পরীক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ও নকল পাওয়া যায়। এ সময় এসব পরীক্ষার্থীর পরীক্ষা স্থগিত করে তাদের সবাইকে বহিষ্কার করা হয়েছে। 

 

সর্বশেষ সংবাদ