এইচএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ১২ হাজার, বহিষ্কার ৪৩

  © ফাইল ফটো

চলমান এইচএসসির ৮টি বোর্ডে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ১২ হাজার ৪৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ৪৩ জনকে। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ এ তথ্য জানায়।

মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আজ সকালে অনুষ্ঠিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ২ হাজার ২২৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন  ৯ লাখ ৯০ হাজার ২২৬ জন। অর্থাৎ ১২ হাজার ৪৫৯ জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি (৩ হাজার ২২৭ জন) অনুপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডে। 

এছাড়া চট্টগ্রাম বোর্ডে ১০৫৫ জন, রাজশাহী বোর্ডে ১৮৮৩ জন, বরিশাল বোর্ডে ৮৩৭, দিনাপুর বোর্ডে ১৪৭১ জন, কুমিল্লা বোর্ডে ১১১০ জন, ময়মনসিংহ বোর্ডে ৯৭০ জন এবং যশোর বোর্ডে ১৯০৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

গত ৩০ জুন থেকে এ বছরের ৮টি বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বন্যার কারণে সিলেটের পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। ৮টি বোর্ড মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখের বেশি।


সর্বশেষ সংবাদ