বন্যার কারণে সিলেট বিভাগের শিক্ষক নিবন্ধন পরীক্ষা পেছাবে কী?

এনটিআরসিএ’র লোগো
এনটিআরসিএ’র লোগো  © ফাইল ছবি

আগামী ১২ ও ১৩ জুলাই ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে পরীক্ষার খাতা সংশ্লিষ্ট জেলায় পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সিলেট বিভাগে বন্যার কারণে পরীক্ষা পেছাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তাই পরীক্ষা পেছানোর বিষয়ে কোনো কিছু ভাবা হচ্ছে না। যথাসময়ে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রার্থীদেরও পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বন্যার কারণে সিলেট অঞ্চলের এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত পেছানো হয়েছে। ৯ জুলাই থেকে সেখানে নিয়মিত পরীক্ষা চলবে। কাজেই বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এ অবস্থায় পরীক্ষা পেছানোর প্রশ্নই আসে না। আমরা পরীক্ষা যথাসময়েই নিতে চাই।

এর আগে গত ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে উত্তীর্ণ হন ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন, কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ মোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০। তবে প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি।

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮ লাখ ৬৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১৩ লাখ ৪০ হাজার ৮৩৩ প্রার্থী।


সর্বশেষ সংবাদ