বজ্রপাতে একসঙ্গে ৮ জনের মৃত্যু

বজ্রপাত
বজ্রপাত   © ফাইল ছবি

সিরাজগঞ্জে বজ্রপাতে একসঙ্গে আট জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চপ্রসি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ৫ জন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতদের ৬ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- পৌরসভার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৬০), মুন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬২), শাহীন (৩২) এবং মাটিকোড়া গ্রামের কুদ্দুস (৬০) ও শাহআলম (৪২)। মৃত বাকি ২ জনের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : নবীন শিক্ষার্থীকে হলে তোলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

জানা গেছে, গ্রামের মাঠে ১৩-১৪ জন কৃষি-শ্রমিক ধানের চারা তুলছিলেন। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে মাঠের শ্যালোমেশিনের একটি ঘরে আশ্রয় নেন তারা সবাই। এরপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। পরে আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতে উদ্ধার করা হয়েছে। বাকি কাজ প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ