পদ্মা সেতুর টোলপ্লাজার সামনে উল্টে গেল প্রাইভেটকার

পদ্মা সেতুর টোলপ্লাজার সামনে উল্টে গেল প্রাইভেটকার
পদ্মা সেতুর টোলপ্লাজার সামনে উল্টে গেল প্রাইভেটকার  © সংগৃহীত

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাওয়া টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন- তুহিন ও আবু সাইদ। পরে দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মাওয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রেজোয়ানুল জানান, ঢাকা থেকে খুলনার যাওয়ার পথে গাড়িটি টোলপ্লাজার সামনে আসে। দ্রুতগতির গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুজন আহত হন। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাণ গেলো তরুণের

এদিকে, পদ্মা সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল চালুর দাবিতে জাজিরা প্রান্তে সেতুর দক্ষিণ টোল প্লাজার কাছে মানববন্ধন করেছে একটি সংগঠন। ‘শরীয়তপুর বাইকার্স’ নামের এই সংগঠন মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে সংগঠনটির প্রায় ৫০ জন সদস্যসহ বেশ কিছু বাইকার অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ