এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুল হক, সম্পাদক ছিদ্দিকুর রহমান খান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ মে ২০২২, ১০:১৭ AM , আপডেট: ১৯ মে ২০২২, ১০:১৭ AM
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির ২০২২-২৩ সেশনের জন্য নতুন কাউন্সিল গঠিত হয়েছে। এতে ৩৫৩ ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক খন্দকার বজলুল হক সভাপতি এবং ৩৬০ ভোট পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ মে) ভোটগ্রহণ শেষে বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সহ সভাপতি অধ্যাপক হাফিজা খাতুন (৩৮১ ভোট), অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী (৩৬০ ভোট), শাহজাহান মিয়া (৩৪২ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির (৩৬০ ভোট), কোষাধ্যক্ষ এস এম মাহফুজুর রহমান (৩৬৮ ভোট)।
এছাড়া ১০টি সদস্য পদে নির্বাচিতরা হলেন— হারুন-অর-রশিদ, আহমেদ আব্দুল্লাহ জামাল, মাহবুবা নাসরিন, অধ্যাপক ড. লুৎফুর রহমান, ইয়ারুল কবির, আব্দুর রহিম, আরিফা সুলতানা, সুচিতা শারমিন, ঈশানী চক্রবর্তী এবং সুরাইয়া আকতার।
নির্বাচনে একক প্রার্থী হিসেবে সর্বাধিক ৪১১ ভোট পেয়েছেন সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।