টিপকাণ্ডে দেশজুড়ে তোলপাড়, ‘জানতেনই না’ সেই কনস্টেবল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৯:৪৭ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২২, ১০:২৪ PM
রাজধানীতে কপালে টিপ পরায় এক কলেজ শিক্ষিকা হেনস্তার ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সেলিব্রেটি থেকে সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রতিবাদের ঝড় তুলেছেন। তবে এসব কোনো কিছুই জানতে পারেনি অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেক।
জানা গেছে, নাজমুল পুলিশের প্রটেকশন বিভাগে দায়িত্ব পালন করেন। সচিবালয়ের গেট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের পূর্বদিক পর্যন্ত ভিআইপি মুভমেন্ট দেখভাল করেন তিমি। মিরপুর ১৪ এর পুলিশ লাইনসে থাকেন।
নাজমুলের সঙ্গে কাজ করেন এমন একাধিক পুলিশ সদস্যের সাথে কথা বলে জানা গেছে, নাজমুল নোকিয়ার একটি বাটন ফোন ব্যবহার করেন। তার কোনো ফেসবুক একাউন্ট নেই। ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে কি ঘটছে সে বিষয়ে কোনো খোঁজই রাখেন না তিনি। এমনকি ঘটনার পরদিন তিনি যথাযথ ভাবেই তার দায়িত্ব পালন করে গেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শেরে বাংলা থানার এক পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে জানান, নাজমুল তারেক এই ঘটনার পরেরদিন তার জায়গাতেই ডিউটি করেছেন। তার এমন কাণ্ডে যে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সে বিষয়ে নাজমুল কিছুই জানত না।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীর বর্ণনাসহ বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাজমুলকে শনাক্ত করা হয়। তিনি আমাদের জানিয়েছেন, তাকে নিয়ে এত বড় ঘটনা ঘটে যাচ্ছে সেটি তার জানা ছিল না।
প্রসঙ্গত, পুলিশের পোশাক পরে একজনের বিরুদ্ধে টিপ পড়ায় তেজগাঁও কলেজের থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক লতা সমাদ্দারকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। এই ঘটনায় তিনি একটি সাধারণ ডায়েরি করেছেন।
ঘটনাটি জানাজানি হলে পরবর্তীতে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে টিপ পরে প্রতিবাদ জানাতে থাকেম নেটিজেনরা। এই প্রতিবাদে যুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও।