৩৯তম বিসিএসের চিকিৎসকদের উপজেলায় চাকরির মেয়াদ কমেছে

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ  © ফাইল ফটো

করোনায় (কোভিড-১৯) আক্রান্তদের চিকিৎসাসেবায় বিভিন্ন করোনা হাসপাতালে কাজ করা ৩৯তম বিসিএসের প্রথম পর্যায়ে নিয়োগ পাওয়া চিকিৎসকদের উপজেলায় চাকরির মেয়াদ এক বছর (প্রমার্জন) কমিয়েছে সরকার। 

গতকাল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সচিব (চিকিৎসা শিক্ষা-১ শাখা) মো. সাইফুল হাসান বাদল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘৩৯তম বিসিএসে দ্বিতীয় পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকদের প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে সরকার উপজেলা পর্যায়ের চাকরিকাল ইতোমধ্যে এক বছর প্রমার্জন করেছে। ৩৯তম বিসিএসে প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অনেককে উপজেলা পর্যায়ে পদায়ন করে পরবর্তীতে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়। বিধায় প্রেষণ মঞ্জুরের শর্ত হিসেবে ওই চিকিৎসকরা উপজেলা পর্যায়ের চাকরিকাল পূর্ণ করতে পারেননি। ৩৯তম বিসিএস (প্রথম পর্যায়) এ নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উপজেলায় পদায়ন করে জনস্বার্থে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সংযুক্ত করা হয়। বিধায় ৩৯তম বিসিএস দ্বিতীয় পর্যায়ের মতো ৩৯তম বিসিএস প্রথম পর্যায়ে নিয়োগপ্রাপ্ত কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়িত চিকিৎসকদেরও প্রেষণ মঞ্জুরের ক্ষেত্রে উপজেলা পর্যায়ের চাকরিকাল এক বছর প্রমার্জন করা হলো।’

এতে আরও বলা হয়, ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে কোনো চিকিৎসকের কর্মকাল এক বছর না হলে তিনি কোভিড ডেডিকেটেড হাসপাতালের কর্মকাল অনুযায়ী প্রমার্জন প্রাপ্য হবেন।’ 

 


সর্বশেষ সংবাদ