দেশে এখন শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ ক্যানসার

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যচিত্র
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যচিত্র  © সংগৃহীত

দেশে শিশুমৃত্যুর নেপথ্যে শীর্ষে রয়েছে ক্যানসার। বয়স্কদের মতো এখন শিশুদের মধ্যেও প্রাণঘাতী এই রোগের প্রকোপ বাড়ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি দেশে শিশুমৃত্যুর কারণ খুঁজে বের করতে ৪০টি জেলায় একটি জরিপ চালায়। বিবিএসের ‘ডিটারমিনেশন অব কজেজ অব ডেথস বাই ভারবাল অটোপসি’ শীর্ষক প্রতিবেদনে দেখা গেছে, দেশে এখন শিশুমৃত্যুর সবচেয়ে বড় কারণ হয়ে উঠেছে ক্যানসার।

চিকিৎসকদের মতে, ক্যানসারে মূল কারণ হচ্ছে জিনগত পরিবর্তন। এ ছাড়া ভেজাল খাদ্য, খাদ্যে বিষাক্ত রাসায়নিক পদার্থের ব্যবহার, বায়ুদূষণ ও বিকিরণের মাত্রা বৃদ্ধির ফলে শিশুদের ক্যানসারের ঝুঁকি বাড়ছে। শিশুদের মধ্যে ব্লাড ক্যানসারের প্রাদুর্ভাব বেশি। এ ছাড়া ব্রেন, কিডনি, কোলন, লিভার ও হাড়ের ক্যানসারেও আক্রান্ত হচ্ছে শিশুরা।

প্রকোপ বাড়লেও শিশু ক্যানসারের চিকিৎসায় অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পেডিয়াট্রিক অনকোলজি বিভাগসহ হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানে শিশুদের ক্যানসার চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া সংকট রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকেরও। বর্তমানে সব সংকটকে আরো গভীর করে তুলেছে করোনা মহামারি।


সর্বশেষ সংবাদ