সত্যিকার জনপ্রতিনিধি এমনই হওয়া উচিত

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা
পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা  © ফাইল ছবি

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদার কাজের প্রশংসা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক জিএস গোলাম রাব্বানী। এক ফেসবুক স্ট্যাটাসে রাব্বানী বলেন, সবার মুখপাত্র হয়ে মহান জাতীয় সংসদে এভাবে দাবিটি উপস্থাপন করার জন্য এস এম শাহাজাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ।

ফেসবুক স্ট্যাটাসে রাব্বানী লিখেছেন, খুলনার কয়রা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি বাগেরহাটের মোরেলগঞ্জ-স্মরণখোলা, পটুয়াখালীর রাঙ্গাবালী, দশমিনা, গলাচিপা উপজেলা এছাড়া ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, ভোলার বিস্তীর্ণ এলাকাসহ দেশের ১৪টি উপকূলীয় জেলার কয়েক কোটি মানুষের দীর্ঘদিনের প্রাণের আকুতি ‘ত্রাণ চাই না, টেকসই বাঁধ চাই’।

তিনি লিখেন, সবার মুখপাত্র হয়ে মহান জাতীয় সংসদে এভাবে দাবিটি উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ এস এম শাহাজাদা ভাই। মাননীয় সাংসদ পটুয়াখালী-৩ একজন সত্যিকার নেতা ও জনপ্রতিনিধি এমনই হওয়া উচিত। স্যালুট আপনাকে।

পড়ুন: দাবিনামার প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে আওয়ামী লীগ এমপি সংসদে

এর আগে, গতকাল বুধবার ‘আর কোন দাবি নাই, ত্রাণ চাই না, বাঁধ চাই’- এমন দাবি সম্বলিত প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা।

প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় দাঁড়িয়ে তিনি বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনগণের রোষানলে পড়তে হয়েছিল তাকে। শুধু তাই নয়, উপকূলের অনেক সংসদ সদস্যকে এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না তারা স্থায়ী বেড়িবাঁধ চান।


সর্বশেষ সংবাদ