মানবিক মূল্যবোধ সম্পন্ন কবি ছিলেন সিরাজী: ঢাবি উপাচার্য

ঢাবি ভিসি ও কবি সিরাজী
ঢাবি ভিসি ও কবি সিরাজী  © সংগৃহীত

কবি হাবীবুল্লাহ সিরাজী ছিলেন অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সৃজনশীল চিন্তার একজন কবি, প্রাবন্ধিক, ছড়াকার ও লেখক। বাংলা একাডেমির মহাপরিচালক ও একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি হাবিবুল্লাহ সিরাজী এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।  

তিনি বলেন, কবিতার পাশাপাশি অসংখ্য হৃদয়গ্রাহী, সংবেদনশীল ও আধুনিক প্রবন্ধ রচনা করেছেন কবি হাবীবুল্লাহ সিরাজী। এছাড়াও তিনি অনেক স্বনামধন্য কবি সাহিত্যিকদের সাহিত্যকর্মের অনুবাদ করেছেন। শিশুকিশোর সাহিত্যেও তিনি ছিলেন স্ব-মহিমায় সমুজ্জ্বল। বাঙালির সংগ্রামী ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধসহ মানুষের জীবনের নানান দিক প্রতিফলিত হয়েছে তার কবিতা ও লেখনিতে। জাতীয় কবিতা পরিষদের সভাপতি হিসেবে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিকাশেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কবি সিরাজীর মৃত্যুতে জাতি মুক্তিযুদ্ধের চেতনা সম্পন্ন একজন সৃজনশীল কবি, সাহিত্যিক ও গুণী ব্যক্তিকে হারালো বলে শোক বাণীতে উল্লেখ করেছেন উপাচার্য। এসময় তিনি কবি সিরাজীর রুহের মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, কবি হাবীবুল্লাহ সিরাজী গতকাল সোমবার (২৪ মে) দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।       


সর্বশেষ সংবাদ