জুলাই আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন, জাতিসংঘের প্রতিবেদন প্রকাশ কাল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ০৯:১০ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৫, ০৯:১৬ PM

২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে বাংলাদেশে গণবিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ওপর জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা হয়েছে। আগামীকাল ৫ মার্চ (বুধবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এই প্রতিবেদন উপস্থাপন করবেন।
সুইজারল্যান্ডের জেনেভা থেকে সরাসরি সম্প্রচারিত এই প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানটি ইউটিউবে (https://youtube.com/live/szaCueW3WLs) সরাসরি দেখা যাবে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) রাতে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনারের ফেসবুকে পেজ থেকে জানানো হয়েছে, প্রতিবেদন প্রকাশের পর জাতিসংঘের মানবাধিকার দল সদস্য রাষ্ট্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবে। আলোচনায় উঠে আসবে প্রতিবেদনটির গুরুত্বপূর্ণ সুপারিশ, বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে গ্রহণ করা হবে।
এই আয়োজনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেবেন। জুলাই-আগস্ট আন্দোলনের সময় ঘটে যাওয়া সহিংসতা, রাষ্ট্রীয় নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর জাতিসংঘের এই প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে।