বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাব্বির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সোহাগ মোল্লা রাব্বি
সোহাগ মোল্লা রাব্বি  © সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লাকি রানী দাস নামের এক নারী সংগঠনটির বাগেরহাট জেলা আহ্বায়ক এস এম সাদ্দাম হোসেনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি সংগঠনটির বাগেরহাট জেলার যুগ্ম সদস্য সচিব সোহাগ মোল্লা রাব্বি কমলেশ মজুমদার, মেহেদী, মাযহারুল ইসলামসহ পাঁচ-সাতজনকে নিয়ে মোল্লার কুল এলাকায় লাকি রানী দাসের বাড়িতে যান। সেখানে গিয়ে রাব্বি নিজ পরিচয় দিয়ে আট লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ‘ডেভিল হান্ট অপারেশন’-এ নাম ঢুকিয়ে দেওয়া হবে বলে ভয় দেখান। এ ছাড়া স্থানীয় নানা মামলায় তার নাম ঢোকানোর হুমকিও দেন।  

ওই সময় এক ইউপি সদস্য বাড়িতে এলে রাব্বি বলেন, শুক্রবারের মধ্যে টাকা দিতে হবে। এরপর ভয়ভীতি দেখিয়ে দলবল নিয়ে সেখান থেকে চলে যান। এ ঘটনার পর থেকেই লাকি রানী দাস আতঙ্কে আছেন। স্বাভাবিকভাবে বাড়িতে যাতায়াত করতে পারছেন না। পরে উপায় না দেখে সংগঠনটির জেলা আহ্বায়কের কাছে অভিযোগ দেন।  

লাকি রানী দাস জানান, এ বিষয়ে সংগঠনের সদস্য সচিব নওরিনের বাসায় গিয়ে কথা বলেছিলেন। তখন নওরিন রাব্বিকে ডেকে আনেন এবং দ্রুত তার মাধ্যমেই বিষয়টি মীমাংসা করতে বলেন। এমনকি টাকা পরিশোধের জন্য চাপও দেন।  

অভিযোগের বিষয়ে জানতে সোহাগ মোল্লা রাব্বির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।  

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিষয়টি আইনিভাবেই মীমাংসা হবে। তবে সংগঠনের পক্ষ থেকে সোহাগ মোল্লা রাব্বিকে সতর্ক করা হয়েছে।


সর্বশেষ সংবাদ